জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে

১৪ দলের সভায় খোরশেদ আলম সুজন

বাংলাদেশে হামিদ কারজাই মার্কা অসাংবিধানিক সরকার মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের এক সভায় সভাপতির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।

সভায় খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। হামিদ কারজাই মার্কা একটি পুতুল সরকার ক্ষমতায় বসানোর অপচেষ্টা চলছে। যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, দেশের সংবিধান এবং সার্বভৌমত্বের উপর যার কোন আস্থা নেই সেরকম একজন ব্যক্তিকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সে অপচেষ্টা কোনদিনও সফল হতে দেবে না বলে মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে এক অপার বিস্ময়। বাংলাদেশ আজ বিশ্বে একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই। পাশাপাশি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার। বিএনপি-জামায়াত চক্রের সাথে আঁতাত করে একটি বিদেশি রাষ্ট্র দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তারা বাংলাদেশে আফগানিস্তানের হামিদ কারজাই এর মতো একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্টা করতে চায়। কিন্তু তারা ভুলে গিয়েছে এটা আফগানিস্তান নয়, এটা বাংলাদেশ। এ দেশের মানুষ তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মত প্রকাশ করেন মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন।

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গাজী মো. আলমগীর কবির, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন ও মোহাম্মদ হোসাইন, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, গণআজাদী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহানগর সভাপতি মাওলানা নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, ন্যাপ মহানগর কমিটির সভাপতি বাপন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, জাতীয় পার্টি (জেপি) সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক তাহেরী ও রায়হান উদ্দিন প্রমুখ।

সভায় ১৪ দলের দাবি মোতাবেক জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর নগরীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন নেতৃবৃন্দ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহবান জানান।