![bf6acbade966bd7c27e9ba79fbdd51769a770a188d16de32](https://suprobhat.com/wp-content/uploads/2025/02/bf6acbade966bd7c27e9ba79fbdd51769a770a188d16de32-696x392.jpg)
সুপ্রভাত ডেস্ক »
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট এবং গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শুরু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
জানা যায়, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এটি।
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে। এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।