চট্টগ্রামে নানান কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর স্বাধীন বাংলাদেশের প্রথম প্রাক্তন শ্রম, সমাজ কল্যাণ, স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জননেতা জহুর আহমদ চৌধুরী ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রহুমের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, জহুর আহমদ চৌধরী এদেশের একজন নন্দিত রাজনীতিবিদ। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীণ সাক্ষী। রোজ গার্ডেন সম্মেলন থেকে আওয়ামী লীগের সদস্য। চট্টগ্রাম আওয়ামী লীগকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিতা করতে তার ভূমিকা ছিল অনন্য। তিনি দলের সুসময়ে-অসময়েও আওয়ামী লীগের নির্ভরযোগ্য নেতা ছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে জহুর আহমদ চৌধুরীর মত নেতার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
গতকাল শুক্রবার সকালে সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যু বার্ষকী উপলক্ষে তাঁর কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনকলে গিয়ে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, সলিমুল্লাহ বাচ্চু, মো. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, শ্রমিক নেতা সফর আলী ও ফিরোজ আহমদ প্রমুখ।
মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা প্রকাশ্যে চট্টগ্রামের লালদিঘী মাঠ থেকে ঘোষণা করেছিলেন। সে সভায় সভাপতিত্ব করেছিলেন তৎকালীন পৌর আওয়ামী লীগ সভাপতি জননেতা জহুর আহমদ চৌধুরী। বঙ্গবন্ধু ২৫ মার্চের কালো রাতে স্বধীনতার ঘোষণা পাঠিয়ে ছিলেন জহুর আহমদ চৌধুরীর কাছে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন কাউন্সিল ইষ্ট্রার্ণ জোনের চেয়ারম্যান। জহুর আহমদ চৌধুরী ন্যায়-নিষ্ঠা, সৎ,পরিচ্ছন্ন, ত্যাগী ও আদর্শবাদী দেশ প্রেমী একজন রাজনৈতিক। তাঁর সেই আদর্শ্য ধারণ করতে পারলে আমরাও একজন আদর্শবান রাজনৈতিক নেতা হওয়ার যোগ্যতা আর্জন করতে পারবো।
চট্টগ্রাম মহানগর যুবলীগ
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদ্য সাবেক সদস্যদের উদ্যোগে মরহুমের কবরে পুস্পার্ঘ্য অর্পণ ও তাঁর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, জহুর আহমদ চৌধুরী শুধু চট্টগ্রামের নন, তিনি একাধারে জাতীয় রাজনীতিক এবং পাশাপাশি উপমহাদেশ খ্যাত শ্রমিক আন্দোলনের অগ্রদূত। তাঁর জীবন উজান ঠেলে সামনে এগিয়ে চলা তরী। দল ও জাতির ক্রান্তিকালে তিনি এক অদম্য শক্তি হয়ে ইতিহাসে স্বাক্ষী হয়ে আছেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদ্য সাবেক সদস্য, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহাবুব আলম আজাদ, সাবেক সদস্য মোজাম্মেল হোসেন নান্টু, মাহাবুবর রহমান মাহফুজ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইকবাল, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. রিমু, ফসিউল আলম সমীর, ওয়ার্ড যুবলীগের নেতা সাদেকুর রহমান সাদেক, সৈয়দ ওমর ফারুক, ইসমাইল আজাদ, সিজার বড়ুয়া, মো. আসাদ, কামাল উদ্দিন, ফরিদুল আলম ফরিদ, তারেক সোহেল, ইমরান মাহমুদ, ডা. আবদুল মান্নান, রিপন দে, ফাতেমা নাসরিন প্রিমা, ইমরান হোসেন ইমু, সোহেল আহম্মদ, ফোরকান, নাসিমল ভূইয়া সৌরভ, সুব্রত চৌধুরী, আলী নেওয়াজ রাকীব প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা শ্রম সম্পাদক, জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দামপাড়ায় মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
গতকাল শুক্রবার আওয়ামী লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা এ কে এম জাফরুল্লাহ চৌধুরী, হাজী সিদ্দিকী কোম্পানি, মোহাম্মদ সাবু উদ্দিন, মো. হারুন, মোহাম্মদ বেলাল, নটরাজ গুপ্ত, মোহাম্মদ জিয়া, সঞ্জয় গোস্বামী, সাগর দাস, মোহাম্মদ পারভেজ, মো. সিরাজ, মাহাম্মদ জহির, মোহাম্মদ মানিক, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ রনি প্রমুখ।
যুব সংগঠক এম আর আজিম
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী। এসব কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় । এসময় উপস্থিত ছিলেন মরহুম জহুর আহমদ চৌধুরীর সন্তান, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য যথাক্রমে হাবিব উল্লাহ নাহিদ, কাজী রাজেশ ইমরান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক, ফারুকুল ইসলাম অঙ্কুর, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানিত চেয়ারম্যান জয়নাল আবেদীন, শওকত উল্লাহ সোহেল, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দিন আহমেদ, হাসানুজ্জামান টিপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মোঃ সেলিম, যুব নেতা এস ইউ জোবায়ের, এ্যাপোলো বড়–য়া, সানি দে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুক আহমেদ পাবেল, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, নগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাকির, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হুদা পাভেল, প্রমুখ।
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ
উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অগ্রদূত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শ্রম ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জুলাই) সকাল ১০ টায় মরহুমের দামপাড়াস্থ কবরে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ- ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কবর জেয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক নেতা সাবের আহমদ, নুরুল হুদা, জানে আলম, আবু আহমদ, বাবুল মিয়া, মোঃ জাফর, শাহজাহান সাজু, আব্দুল মান্নান টিটু, সমিরুল ইসলাম তুহিন, মোঃ আলাউদ্দিন, মোঃ নুরুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ সোহেল, জয়নাল আবেদীন, মোঃ মফিজ, মো. মানিক, আলী হোসেন, আব্দুস সাত্তার, জয়নাল প্রমুখ।
কোতোয়ালী থানা আওয়ামী লীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী, বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল (১ জুলাই) সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিংকু বড়–য়া, এম এ মোনায়েম, মোহাম্মদ হাবিব উল্লাহ, মোঃ নাছির উদ্দিন, মাস্টার জসিম উদ্দীন, এম এ সালাম, পিযুষ বিশ্বাস, অধ্যাপক মাসুম চৌধুরী, কানন চৌধুরী, সাধন কান্তি বড়–য়া, মো: কায়সার, শরফুদ্দিন চৌধুরী রাজু প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন। বিজ্ঞপ্তি
জহুর আহমদ চৌধুরী নন্দিত রাজনীতিবিদ
মৃত্যুবার্ষিকী পালন