বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পৃথিবী ছোট হয়ে এসেছে। ২৮ অক্টোবরের পর সরকার পালানোর পথ খুঁজে পাবে না। দেশে-বিদেশে কোথাও তাদের স্থান হবে না। তিনি গতকাল বিকালে নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠাতব্য মহাসমাবেশ সফলে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার জনগণের চোখের ভাষা বুঝতে পারছে না, তারা গোমরা হয়ে গেছে। সরকারের উচিত ২৮ অক্টোবরের আগেই পদত্যাগ করে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। এরপর সরকার পালানোর পথ খুঁজে পাবে না। সরকার পুলিশ ও র্যাবকে দলীয় বাহিনী হিসেবে বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করছে, ফলে বিশ্বে এই বাহিনীর সুনাম ক্ষুণœ হচ্ছে এবং বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি’র ২৮ অক্টোবরের মহাসমাবেশের প্রস্তুতি দেখে সরকারের হৃদকম্পন শুরু হয়েছে। সরকার হুংকার ছেড়ে মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে চায় কিন্তু তাতে কোন লাভ হবে না, কারণ ২৮ অক্টোবর ঢাকা শহর থাকবে বিএনপির নেতৃত্বে জনগণের দখলে। জনতার গণজোয়ারে আওয়ামী লীগ বুড়িগঙ্গা নদীতে তলিয়ে যাবে।
দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, অ্যাডভোকেট ফোরকান, আবদুল গাফফার চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট ফৌজুল আমিন, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, হাজী মো. রফিক, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, অধ্যাপক এহসান মৌলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, সলিম উদ্দীন চৌধুরী খোকন, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দীন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা ইব্রাহিম বিন খলিল, জেলা জাসাসের আহ্বায়ক জসীম উদ্দীন চৌধুরী, সদস্য সচিব নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মৌলানা মো. ফোরকান, সদস্যসচিব হাফেজ জাবের হোসাইন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি