বইমেলাতে ফুলপরিরা
অপু চৌধুরী
আমরা যখন পথ পেরিয়ে শিরীষতলায় ঢুকি
পাহাড় বেয়ে নামতে ছিল রাতুল আর টুকটুকি
তাক ধিনাধিন নাচে টুকটুক রাতুল বাজায় ঢোল
হঠাৎ শুনি ভুত গোঙানোর ভয়ানক শোরগোল।
ভয় জেনেও ভয় করিনি, মন তবে অস্থির
কারণ; কাছেই চলছিল খুব বইমেলাতে ভিড়
মঞ্চে কবির পাঠ-আবৃত্তি ফুলকুঁড়িদের গান
স্টলেও বুক সেলারদের ব্যস্ততা টান টান।
ইতিমধ্যে মাঝ মেলাতে আওয়াজ সমস্বরে-
ভুতের বইয়ে পরির পালক, পালায় ক্রেতা ডরে
সাথে সাথে বলা হলো মঞ্চ হতে মাইকে
ভয় তাড়াতে নামছে বাঘা পাহাড় থেকে, বাইকে।
এসব শুনে ভ্যাবাচ্যাকা বানর শিরীষডালে
ভাবতেছিল এমন কাণ্ড হইছে কী কোন্ কালে!
শিরীষতলায় ভুত হাঁটবে থাকবে পাখি-বাঘ
তাই বলে কি ফুলপরিদের করতে হবে রাগ?
মোটেও নয় হাবলা বানর, ভাবনা তোমার ভুল-
ফুলপরি কয়- আমরা এখন ভিন ভাবে মশগুল
আমরা ভাবি আজব প্রাণি এলিয়েনদের কথা
বইমেলাতে দেখে তাদের, পরির নিরবতা।
জানেন কি কেউ মানুষ কি আর করছে টানাটানি
বইমেলাতে আনতে গেছে অলীক গ্রহের প্রাণি
তারাও নাকি ওদের সাথে যাবে ওসব গ্রহে
ফুল পরিদের ভাবনা এখন মানুষের আগ্রহে।
খোকনের বইকেনা
মজনু মিয়া
খোকন সোনা ধরে বায়না
যাবে বইমেলায়,
ফেব্রুয়ারির ভাষার মাসটা
রেখো না হেলায়।
কিনবে অনেক মজার বই সে
মনে বড় আশা,
অনেক শিশুর মাঝে খোকন
খুঁজবে ভালোবাসা।
ছড়ার বই আর মজার বই সে
কিনবে ভূতের বই,
প্রিয় গোয়েন্দাবইটি পেয়ে
করে ওঠে হৈ চৈ।
বাংলা আমার জন্মভূমি
মোখতারুল ইসলাম মিলন
আমার দেশে এমন ছেলে
আসবে বলো কবে,
দেশের তরে জীবন দিতে
সবার আগে রবে।
বিশ্ব মঞ্চে শির উঁচিয়ে
গাইবে দেশের গীতি,
বৈষম্যের ঘোর থাকবে নাকো
বাড়বে সাম্য-প্রীতি।
লাল সবুজের নিশান হাতে
ঘুরবে সারা দেশে,
বাংলা আমার জন্মভূমি
বলবে হেসে হেসে।
বই বন্ধু
শচীন্দ্র নাথ গাইন
বইয়ের সাথে মিল-তাল যার কম
একটুতে তার ফুরোয় জ্ঞানের দম।
বইয়ে দেখায় স্বচ্ছ আলোর পথ
হতে শেখায় যোগ্য এবং সৎ।
থাক না যতই ঘোর মানসিক চাপ
বইয়ের গুণে যায় খাওয়ানো খাপ।
জীবনকে সমৃদ্ধ করে বই
বই-ই অনেক ওপর উঠার মই।
বই ভাবলে অতি প্রিয় ধন
স্বস্তি এনে দেয় ভরিয়ে মন।
জ্ঞানসাগরে দিতে হলে ডুব
বইয়ের প্রতি টান থাকা চাই খুব।
খাঁটি মানুষ গড়াও তার কাজ
খুলতে হবে নিত্য বইয়ের ভাঁজ।
বন্ধু হয়ে এগিয়ে দিলে হাত
বই সঙ্গে কাটায় দিবস-রাত।
বইমেলা
নার্গিস আক্তার
পড়ল সাড়া দেশটি জুড়ে
এ মাস মেলা হবে
খোকা-খুকু বায়না ধরে
মেলায় যাব কবে।
নাচছে খোকা নাচছে খুকু
কিনবে অনেক বই
বই আনবে অনেকগুলো
স্কুল ব্যাগ কই।
মা বলেছেন দেবেন কিনে
মজার যত বই
তাই না শুনে খোকাখুকু
করছিল হইচই।
প্রাণের বাংলা ভাষা
জহিরুল হক বিদ্যুৎ
মায়ের মতো মধুর আমার
প্রাণের বাংলা ভাষা,
এই ভাষাতেই পুরাই মনের
সকল স্বপন-আশা।
সুখ-দুঃখ ও হাসি-কান্না
এই ভাষাতেই গাঁথা,
মাতৃভাষার গৌরবে আজ
হয় যে উঁচু মাথা।
দোয়েল টিয়া ফিঙে শ্যামা
বাংলাতে গায় গান,
এই ভাষারই দেশের গানে
জুড়ায় মন ও প্রাণ।
সালাম রফিক বরকতেরা
বাংলা ভাষার তরে,
বাহান্নতে বুক পেতে সব
বীরের মতো মরে।
এই ভাষাতেই বাঁচার স্বপন
এই ভাষাতে মরণ,
রাখবো ধরে ভাষারই মান
করবো তাদের স্মরণ।