চীনের ২৫০ ব্যবসায়ী ঢাকায় আসছেন, বিদেশি বিনিয়োগ ইতিহাস গড়ছে

সুপ্রভাত ডেস্ক »

দেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিল্প, প্রযুক্তি ও অবকাঠামো খাতে নতুন যৌথ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী ১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’।

ঢাকায় অনুষ্ঠেয় এই সম্মেলনে চীনের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে একটি নির্দিষ্ট দেশ থেকে এত বড় আকারে ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দল একযোগে বাংলাদেশ সফরে আসছেন।

জানা গেছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির তালিকাভুক্ত (ফরচুন ৫০০) ৬ থেকে ৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। একইসঙ্গে চীনের ৪টি প্রধান ব্যবসায়িক চেম্বারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন।

এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। সম্মেলনের মূল লক্ষ্য ।

এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরি সোমবার (২৬ মে) নিজের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) দেওয়া পোস্টে লেখেন, ‘এই সম্মেলন শুধু বিনিয়োগ আনয়নের বড় সুযোগ নয়, বরং বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্য মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এদিকে বাণিজ্যিক বিশ্লেষকরা জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, অবকাঠামো, অর্থনৈতিক অঞ্চল ও শিল্প খাতে বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে মূল্যায়নের সুযোগ পাবেন।

চীন-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের এই উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং আশা করা হচ্ছে—এটি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বে নতুন দিগন্ত খুলে দেবে।