চট্টগাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজনে এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের আর্থিক সহযোগিতায় শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়,জে এম সেন, মেরিন একাডেমি ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সেমিফাইনালে উঠেছে। গতকাল কোয়াটার ফাইনালের প্রথম খেলার শুরুতেই দুই দলের সাথে পরিচিত আবু কালাম (সাহিদ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর)। মুনছুরাবাদ পুলিশ লাইনস মাঠে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের আজিজ দুইটি, শামিম, রবিউল, এয়াকুব একটি করে করেন। ২য় খেলার দুই দলের সাথে পরিচিত হন তেয়বুর রহমান, ভাইস- চেয়ারম্যান, ফুটবল কমিটি। মুনছুরাবাদ পুলিশ লাইনস মাঠে জে এম সেন স্কুল ও কালারপোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলাটি ড্র হয়। টাইব্রেকারে জে এম সেন স্কুল জয়লাভ করে। তৃতীয় খেলায় দুই দলের সাথে পরিচিত হন সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), সিএমপি। দামপাড়া পুলিশ লাইনস মাঠে মেরিন একাডেমি স্কুল ১০-০ গোলে বেপজা স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হান্নান হ্যাটট্রিকসহ চারটি, ইয়াছিন আরাফাত দুইট, রাকিব, মাইনুল, আবু হাসান ১টি করে গোল করেন। চতুর্থ কোয়াটার ফাইনাল শুরুর আগে দুই দলের সাথে পরিচিত হন আব্দুল্লাহ আল মামুন, ফুটবল কমিটির ভাইস- চেয়ারম্যান। দামপাড়া পুলিশ লাইনস মাঠে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের রহিম, জাসেদ, সোয়াদ, আসিফ একটি করে গোল করেন। এর আগের দিন প্রি-কোয়াটার ফাইনালের প্রথম খেলায় এস এ এফ মাঠে গরীবের নেওয়াজ উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালকে পরাজিত করে কোয়াটার ফাইনালে উঠেছে। বিজয়ী দলের মামুন, আরমান, আলমগীর একটি করে গোল করেন। বেপজা পাবলিক স্কুল ৩-০ গোলে একাডেমি ল্যাবরেটরি স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের মেহেরাব, আরিফ, প্রশান্ত মজুমদার একটি করে গোল করেন। মুনছুরাবাদ পুলিশ লাইনস মাঠে কলেজিয়েট স্কুল ৩-০ গোলে সিএমপি স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের ওয়াসিফ, পরম বড়ুয়া একটি করে গোল করেন। মুনছুরাবাদ পুলিশ লাইনস মাঠে জেএমসেন স্কুল ৩-০ গোলে ইস্পাহানি পাবলিক স্কুলকে পরাজিত করে । বিজয়ী দলের রিপন, অর্নব, মারুফ একটি করে গোল করেন। এ খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সংস্থার যুগ্ম সম্পাদক ও কমিটির ভাইস-চেয়ারম্যান ইবাদুল হক লুলু। পিওএম মাঠে কালারপোল হাজী ওমরা মিঞা স্কুল ২-০ গোলে মাইজপাড়া স্কুল কে পরাজিত করে। বিজয়ী দলের দিদারুল ও আরাফাত একটি করে গোল করেন। বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে টিএসটি কমপ্লেক্স সেকেন্ডারী স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের তুহিন দুইটি, জোবায়েন ইসলাম ও শহিদুল একটি করে গোল করেন। দিনের সপ্তম প্রি- কোয়াটার ফাইনাল খেলায় বন্দর হাই স্কুল মাঠে দুই দলের সাথে পরিচিত হন ফুটবল কমিটির ভাইস- চেয়ারম্যান ফরিদ আহমেদ। খেলায় মেরিন একাডেমি স্কুল ১-০ গোলে খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোল করেন রবিউল । বন্দর হাই স্কুল মাঠে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে সেন্ট্রাল পাবলিক স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের মাইকেল, আরিফুল, জাবেদ একটি করে গোল করেন। বিজ্ঞপ্তি
চার সেমিফাইনালিষ্ট দল নির্ধারণ
শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্ট