চান্দগাঁওয়ে ভোট বর্জনের দাবিতে পিকেটিং

নিজস্ব প্রতিবেদক »

ভোট বর্জনের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে পুলিশের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে নগরীতে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়।

আজ (রোববার) সকাল ৮টা ২০ মিনিটে চান্দগাঁওয়ের চন্দ্রিমা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ৮টা থেকে কয়েকজন জটলা বেঁধে মিছিল করে। পরে তারা পুলিশদের দেখে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে বিজিবি ও আরও পুলিশ সদস্য আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা লোকমান বলেন, ‘যারা গন্ডগোল করছে তারা প্রথমে শুধু মিছিল করে স্লোগান দিচ্ছিল। পুলিশ এসে তাদের বাধা দেওয়ায় তারা পিছনে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন পুলিশ কিছুটা পিছু হটে। শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে একজন পুলিশ রাস্তায় পড়ে যান। তখন তারা আরও বেশি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপর তারা রাস্তায় টায়ার জ্বালায়। এ ঘটনা অনেকক্ষণ চলার পর বিজিবি ও আরও পুলিশ চলে আসে। এরপর তারা পালিয়ে যায়। ওদেরকে স্থানীয় লোকজন তাদের বাসায় আশ্রয় দিচ্ছে। এরা গতকাল (শুক্রবার) রাত থেকে ঝামেলা করছে।

তথ্যটি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর সুপ্রভাতকে বলেন, যারা নির্বাচন চায় না, দেশের সুষ্ঠু পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা এ ধরনের সহিংসতা করছে। আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ভোটাররা এখন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন।