চাঁদের চোখে ঘুম আয় না
আলমগীর কবির
সবাই যখন যায় ঘুমিয়ে আমি তখন জাগি,
রাত্রি জাগা নিষেধ আছে মামণি খুব রাগী!
কিন্তুু আমি জানলা খুলে দেখতে থাকি চাঁদ,
টের পেলে মা করে দেবেন চাঁদ দেখা বরবাদ!
চাঁদকে দেখি হাসতে তবে অর্ধেক তার কই?
চাঁদকে যত দেখি তত অবাক আমি হই!
চাঁদ আমাকে ডাকে আবার চাঁদকে আমি ডাকি,
চাঁদকে বলি ডানা তো নেই আমি তো নই পাখি!
তোমার সাথে গল্প করছি রাত্রি জেগে জেগে,
দেখতে পেলে মা তখনই যাবেন কিন্তুু রেগে!
তার চেয়ে চাঁদ নেমে এসো আমার বাড়ির কাছে,
ঝুলে থাকো জানলা ঘেঁষে লম্বা তেঁতুল গাছে।
জোনাকিরা যেমন করে আলোর পিদিম জ্বেলে,
রোজ জানালার আশেপাশে দলবেঁধে যায় খেলে।
জোনাকিরা জেগে আছে তারা কেন ঘুমায় না,
সব দেখে মা বলেন হেসে চাঁদের চোখে ঘুম আয় না।
সুধীর কাকার মোয়া
অপু চৌধুরী
তখন মাত্র রোদ উঠেছে
ঘুম ভেঙেছে কারো
আকাশ ছিল কুয়াশা ঢাকা
নীলছে ধূসর গাঢ়ো।
হাওয়ায় ভেসে যাচ্ছে মিশে
সুর করে টান টান
পবিত্র প্রাণ মুয়াজ্জিনের
মধুর আহবান।
নিথর ধুলোয় পা বাড়িয়ে
লাঙল কাঁধে চাষী
জোয়াল সাঁটা গরুর সাথে
হাঁটছে পাশাপাশি।
অমল গাছি জবুথবু
শীতের ফিনকি জালে
ঠিক তখনই মা গিয়ে তাঁর
চুলোয় আগুন জ্বালে।
ঘাসের ডগায় জিরোয় বসে
হিম শিশিরের ধোঁয়া
সুধীর কাকা ডাক দিয়ে কয়
মোয়া আ..ছে মোয়া।
হুতুম পেঁচা
সৈয়দ জিয়াউদ্দীন
অনেকেই বলে পেঁচা হুতুমের ছোট ভাই
রাতজাগা দুইজনেরই মনে ডর ভয় নাই
সারারাত বাড়িটাকে দেয় বসে পাহারা
নির্ঘুম চোখে দেখে ঘুরে ফিরে কাহারা
মানুষের ক্ষতি হোক কভূ তারা চায়না
শত্রু নিধনে তাই কভূ ভয় পায়না
চোখ দুটো কপালে যেন সিসি ক্যামেরা
ইঁদুর শিকারে রাতে পেঁচা সবচে’ সেরা
মানুষের উপকারি সেরা এই দুই পাখি
সারারাত জেগে থাকে কভূ দেয়না ফাঁকি
কবিদের ছড়াগানে থাকে টোনা টুনিরা
হুতুম পেঁচাকে ভালোবাসে ঋষি মুণিরা।
রূপকথার ছড়া
মোস্তাফিজুল হক
মানুষরূপী দেখতে হলেও আসলে সে বন্য,
বনমানুষ কি হয় কখনো মানুষরূপে গণ্য?
কী বিচ্ছিরি চেহারাতে মুখের কী-বা চিহ্ন!
আঁৎকে উঠা মুখচ্ছবি, দেখতে কী যে ঘৃণ্য!
রোমহষর্ক দেহের ছিরি, স্নান না করা প্রাণী;
বনমানুষ তো এমনই হয়, সকলে তাই জানি।
ছোট্ট খোকা দেখছে ওটা অমাবস্যার রাতে,
খুব ধারালো নখর ছিল ওই সে পশুর হাতে।
পয়লা দেখে ভাবছে খোকা শান্তিপ্রিয় কাকু,
জানত না সে মানুষখেকো, স্বভাবগুণে ডাকু!
হুঁশ হারিয়ে ছোট্ট খোকা কই যেন যায় চলে!
খোকার নামে ফুল ফুটেছে লক্ষ আঁচলতলে!
স্বপ্ন দেখা মানুষ খোকা, থাক পরিচয় বাকি—
স্বর্গে নাকি বাস করে সে, একটুও নয় ফাঁকি।
এই ছড়াটা রূপকথা যে! এর বেশি নয় কিছু।
অন্যরকম মানের খোঁজে কেউ নিও না পিছু।