বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের বকেয়া রাজস্ব কর বাবদ ১০ কোটি ৪১ লাখ টাকার চেক হস্তান্তর করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। আজ ২১ জুন (রোববার) বিকালে চসিক মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মফিদুল আলম ১০ কোটি ৪১ লাখ টাকার এই চেক মেয়র বরাবরে হস্তান্তর করেন।
এ সময় মহিউদ্দিন আহমেদ, কর কর্মকর্তা সরোয়ার আলম উপস্থিত ছিলেন।
চেক গ্রহণ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, হোল্ডিং ট্যাক্সের উপর চসিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহ করা হয়। সময়মতো কর পরিশোধ করে রেলওয়ে চসিকের উন্নয়ন অগ্রযাত্রার সাথী হলেন। বিজ্ঞপ্তি
মহানগর



















































