নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
জাতীয় পদকপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তিন মেয়াদের সাধারণ সম্পাদক শাহেদ আজগর চৌধুরী (৮২) গতকাল সকালে না ফেরার দেশে চলে গেছেন। আগের দিন অসুস্থবোধ করায় স্থানীয় এক হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তিনি স্ত্রী, ৫ মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে তিনটায় প্রিয় প্রাঙ্গণ এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে চৈতন্য গলিস্থ পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। স্টেডিয়ামে জানাজা শেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দীনসহ অন্য কর্মকর্তারা মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। গত ২ অক্টোবর শেষবারের মতো এম এ আজিজ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শাহেদ আজগর চৌধুরী। জিমনেশিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে ভোট দিতে এসে দীর্ঘদিন পর নবীন ও প্রবীন ক্রীড়াবিদ- সংগঠকদের কাছে পেয়ে বেশ উৎফুল্ল দেখা গেছে তাঁকে।
ক্রীড়া পরিবারের সন্তান শাাহেদ আজগর চৌধুরী স্কুল জীবন থেকে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধূলায় সম্পৃক্ত ছিলেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিয়ে অনেক পদকও জয় করেন। পরে ক্রীড়া সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি সম্পাদক পদে দীর্ঘসময় অতিবাহিত করেন। এরই ধারাবাহিকতায় সংস্থার সাধারণ সম্পাদক চট্টগ্রাম মোহামেডানের সভাপতিও ছিলেন এ অন্তপ্রান ক্রীড়া সংগঠক। এছাড়া প্রয়াত ক্রীড়াপ্রেমী অনুজ রাশেদ আজগর চৌধুরীকে সাথে নিয়ে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের সহযোগিতায় বহুল আলোচিত স্টার সামার ও স্টার যুব ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেন। দেশের শীর্ষস্থানীয় দলের পাশাপাশি ভারতের কলকাতার মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্রিকেট দল স্টার সামারে অংশ নেয়। ক্রিকেটে অনন্য অবদানের জন্য জাতীয় ক্রীড়া পদক লাভ করেন সদালাপী শাহেদ আজগর। রাউজানের গহিরার এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণকারী এ বরেণ্য সংগঠক শহরের এনায়েতবাজারে পৈত্রিক বাসভবনে বেড়ে উঠেন। ৫ ভাইয়ের মধ্যে মেজ ছিলেন শাহেদ আজগর। তার আগেই অপর চার ভাই না ফেরার দেশে চলে গেছেন।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সভাপতি জেলা প্রশাসক মো.মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মোহামেডান ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি এস এম শহীদুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো.আলমগীর, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সভাপতি মোজ্জামেল হক ও সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল পৃথক বিবৃতিতে শাহেদ আজগরের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।