চবি উপাচার্যের সাথে প্রভোস্টবৃন্দের মতবিনিময়

চবি হলের প্রভোষ্টবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে চবি হলের প্রভোষ্টবৃন্দের এক মতবিনিময় সভা ৮ অক্টোবর উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, চবি আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. মোজাম্মেল হক, এ. এফ. রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, শাহ জালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল মান্নান, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, শামসুন নাহার হলের প্রভোষ্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. সোনিয়া হক, মাস্টারদা সূর্যসেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট জনাব শারমিন আফরোজ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম. রফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন সুব্রত দাশ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি