ঢাবি ভর্তিপরীক্ষা
চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপকেন্দ্রে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা ভর্তি পরীক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ হাজার ৪২০ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৯ হাজার ৮৭৬ জন। উপস্থিতির হার ৯৪ দশমিক ৭৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫৪৬ জন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, এটি ঢাবির তৃতীয় ভর্তিপরীক্ষা। পরীক্ষা সুন্দরভাবেই শেষ হয়েছে। শিক্ষার্থীদের যেন কোন ভোগান্তি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি ছিলো।
উল্লেখ্য, এবারের ঢাবির ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা ছিলো। এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিটে বরাদ্দ ছিলো। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।