নিজস্ব প্রতিবেদক »
কোটা আন্দোলন নিয়ে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত এক সপ্তাহে মোট ৭৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হয়েছে ৪০৮ জন, বাকিরা ধরা পড়েছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, চট্টগ্রাম নগরীতে নাশকতার ঘটনায় ১৭টি মামলায় ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বুধবার গ্রেপ্তার হয়েছে ৩৫ জন।
এদিকে নগরের বাইরে ১১টি মামলায় এক সপ্তাহে ৩২৭ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
হালিশহরে বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বুধবার (২৫ জুলাই) রাতে চট্টগ্রামে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নগরীর হালিশহর থানায় বুধবার রাতে পুলিশ মামলাটি করে।
বুধবার রাতে বড়পুল এলাকায় কিছু লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে নাশকতার চেষ্টায় জড়ো হয়েছিল। সেখানে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
তাদের দেওয়া তথ্যে ৩৭ জনের নাম জানা যায় জানিয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) সব্যসাচী মজুমদার বলেন, “যাদের নাম এসেছে, তারা স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মী। নাশকতার করার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল।”