নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২ জনের এবং উপজেলায় মৃত্যু হয়েছে ১ জনের। নমুনা পরীক্ষা অনুসারে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।
রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৮ জন নগরের এবং ৪ জন উপজেলার। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ২ হাজার ১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৩ হাজার ৮৩৮ জন এবং উপজেলার ২৮ হাজার ১৭৬ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩১১ জনে। যার মধ্যে নগরে ৭২০ জন এবং উপজেলায় ৫৯১ জন।
গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ৮ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতেল ল্যাবে ১৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে শেভরণ হাসপাতাল ল্যাবে ৫০১ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এন্টিজেন পরীক্ষায় ৮৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষায় কারোর করোনা শনাক্ত হয়নি।