চট্টগ্রামে ১৫ এইচএসসি ও ১ অনার্স পরীক্ষার্থীর জামিন

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেফতার এক অনার্স পরীক্ষার্থী এবং ১৫ এইচএসসি পরীক্ষার্থীসহ ১৬ শিক্ষার্থীর জামিন মিলেছে। শুক্রবার (২ আগস্ট) শুনানি শেষে এসব শিক্ষার্থীর জামিন দেওয়া হয়।

জামিন পাওয়া ১৬ জনের মধ্যে ১৩ জনকে নগরীর চারটি থানা পুলিশ এবং তিন জনকে জেলার তিনটি থানা পুলিশ গ্রেফতার করেছিল।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন থানায় গ্রেফতার হওয়া ১৩ জনকে জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়া ১২ জনই এইচএসসি এবং একজন অনার্স পরীক্ষার্থী। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালতে শুনানি শেষে তাদের জামিন দেওয়া হয়।

পাশাপাশি চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, জেলার তিনটি থানায় গ্রেফতার হওয়া তিন জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মিলেছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এইচএসসি  পরীক্ষার্থী বিবেচনায় দুই হাজার টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক।

পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক ঘটনায় অন্য কোনও এইচএসসি পরিক্ষার্থী গ্রেফতার হয়ে থাকলে দ্রুত অবিভাবকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আমরা।

চট্টগ্রাম আদালতের উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, নগরীর চারটি থানায় গ্রেফতার ১৩ জন শিক্ষার্থীর জামিন মিলেছে। এর মধ্যে ১২ জন এসএসসি পরীক্ষার্থী এবং একজন অনার্স পরীক্ষার্থী।