চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু বেড়ে একদিনে ৯ জন

সুপ্রভাত ডেস্ক »

করোনা সংক্রমণ চট্টগ্রামে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনার শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সর্বোচ্চ ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারে একটি ল্যাবে দুই হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৭৭ জন এবং বিভিন্ন উপজেলার ২৩৬ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার সাতজন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর পাঁচজন, আনোয়ারার ছয়জন, চন্দনাইশের ১৩ জন, বোয়ালখালীর ১৪ জন, রাঙ্গুনিয়ার ৯ জন, রাউজানের ২৭ জন, ফটিকছড়িতে ২০ জন, হাটহাজারীর ৫৮ জন, সীতাকুণ্ডের ৩৩ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের ১৫ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯১৩  জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৮ হাজার ৭৭২ জন। আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ১৪১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। মারা যাওয়া দুইজন নগরের বাসিন্দা। বাকি সাতজন নগরীর বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৮৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৫৮ জন।