নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে ১১৫ দিন পরে করোনা শনাক্তে আবারও সেঞ্চুরি পার করেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ১০৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে নগরে মৃত্যু হয়েছে ১ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৮৯ শতাংশ। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।
রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৮৮ জন এবং উপজেলার ১৬ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ৩ হাজার ৮৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৪ হাজার ৬৬৩ জন এবং উপজেলার ২৮ হাজার ৪২১ জন।
একই সময়ে নগরে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৩৩৪ জনে। এদের মধ্যে নগরের ৭২৪ জন এবং উপজেলার ৬১০ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, বি. আই. টি. আই. ডি. ল্যাবে ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
এছাড়া, ৯০ জনের এন্টিজেন পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪১১ জনের নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।