চট্টগ্রামে ডেঙ্গুতে ৭৪, করোনায় শনাক্ত ৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চব্বিশ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে ৭৪ জন এবং করোনায় ৬ জন শনাক্ত হয়েছেন। রোববার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ডেঙ্গুতে ৮৩ জন, করোনায় ২৩ জন শনাক্ত হয়েছেন।
জানা গেছে, চলতি সপ্তাহে ডেঙ্গুতে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জন। বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৬ জন ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৮ জন রোগী। ২ হাজার ২২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৯ জন। এদের মধ্যে পুরুষ ৭১৩ জন, নারী ৪১৬ জন এবং শিশু ৩৯০ জন।
এদিকে চব্বিশ ঘণ্টায় ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কারো মৃত্যু হয়নি। পজিটিভ হার ৬. ৭৪ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে ৬ জনই মহানগরের।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩১৯ জন। এর মধ্যে নগরে ৯৪ হাজার ২৬৯ জন এবং উপজেলায় ৩৫ হাজার ০২৭ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।