নিজস্ব প্রতিবেদক <<
চট্টগ্রামে টিকাগ্রহীতার সংখ্যা তিন লাখ পার হলো। বুধবার টিকাদান কর্মসূচির একুশতম দিনে টিকা নিয়েছেন ১১ হাজার ৭৮৮ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকাগ্রহীতার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৮০৫ ছাড়িয়ে গেল। এর মধ্যে নগরীতে ১ লাখ ৫৭ হাজার ৪০৬ জন এবং উপজেলায় ১ লাখ ৪৬ হাজার ৩৯৯ জন।
গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করা ৪ লাখ ১৬ হাজার ৮১৫ জনের মধ্যে নগরীতে ২ লাখ ২৬ হাজার ৯৪৫ জন এবং উপজেলায় ১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। টিকা নেওয়া ১১ হাজার ৭৮৮ জনের মধ্যে নগরীতে ৭ হাজার ৮৩৪ জন এবং ১৪ উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চট্টগ্রামের ১৪টি উপজেলায় টিকা নেওয়া ৩ হাজার ৯৫৪ জনের মধ্যে লোহাগাড়ায় ১৩০ জন, রাঙ্গুনিয়ায় ৩৩০ জন, ফটিকছড়িতে ৪৬০ জন, বাঁশখালীতে ২১০ জন, আনোয়ারায় ১৩৫ জন, সীতাকুণ্ডে ৫১৯ জন, সাতকানিয়ায় ১২৮ জন, রাউজানে ৩৭০ জন, মীরসরাইয়ে ৩৩৯ জন, চন্দনাইশে ১৬৩ জন, বোয়ালখালীতে ৩২৩ জন, হাটহাজারীতে ৪২০ জন, সন্দীপে ১০৭ জন এবং পটিয়ায় ৩২০ জন টিকা গ্রহণ করেন।