নিজস্ব প্রতিবেদক »
সারাদেশ টিকাদান কর্মসূচির সপ্তম সপ্তাহের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে টিকা নিয়েছেন ২ হাজার ৯৪৯ জন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে টিকা নিয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৪৫৩ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৩৩ হাজার ৩১ জন এবং ১৪ উপজেলায় ১ লাখ ৮৬ হাজার ৪২২জন।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছে ৫ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৭৬ হাজার ২৩৬ জন এবং উপজেলায় ২ লাখ ৪২ হাজার ৭০০ জন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে টিকা নেওয়া ২ হাজার ৯৪৯ জনের মধ্যে নগরীতে ১ হাজার ৭৬৮ জন এবং উপজেলায় ১ হাজার ১৮১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ১৪ টি উপজেলায় টিকা নেওয়া ১ হাজার ১৮১ জনের মধ্যে লোহাগাড়ায় ৫৯ জন, রাঙ্গুনিয়ায় ৮০ জন, ফটিকছড়িতে ১১৮ জন, বাঁশখালীতে ১১০ জন, আনোয়ারায় ৫৩ জন, সীতাকু-ে ১১০ জন, সাতকানিয়ায় ৮৯ জন, রাউজানে ১১০ জন, মিরসরাইয়ে ৭১ জন, চন্দনাইশে ৪৯ জন, বোয়ালখালীতে ৫২ জন, হাটহাজারীতে ১২০ জন, সন্দীপে ৬০ জন এবং পটিয়ায় ১০০ জন টিকা গ্রহণ করেন।