চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু আজ

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরে ৯ দিনব্যাপী জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ রোববার। প্রতিযোগিতায় বালক বিভাগে ১২টি ও বালিকা বিভাগে ৮টি দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় প্রতিযোগিতার সব প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।

জানা গেছে, আগামী ৯ থেকে ১৭ নভেম্বর সাগরিকার বাস্কেটবল কোর্টে গ্রুপ পর্যায় ও চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগে গ্রুপ পর্বে ৯টি, সেমিফাইনালে ২টিসহ তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে অংশ নেবে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ পুলিশ। চূড়ান্ত পর্বে খেলবে আলফা ১ ও ২ (বিভাগীয় ও জেলা দল), ব্রাভো ১ ও ২ (বিশ্ববিদ্যালয়/কলেজ প্রতিনিধি দল) এবং চার্লি ১ ও ২ (সামরিক/আধা সামরিক/বেসামরিক সংস্থা)।

চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে এক লাখ টাকা, রানার্স-আপ ৭৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী দল ৫০ হাজার টাকা এবং ফাইনালের সেরা খেলোয়াড় ২৫ হাজার টাকা পুরস্কার পাবেন।