সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ তরুণকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হচ্ছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম, আব্দুর রহমান জাহেদ, আরাফাত হোসেন মিনহাজ, আশরাফুল জামাল রিয়াদ, ফোরকান, ইয়াছিন আরাফাত, আব্দুল করিম আদর, আবু হাছনাইন বিজয়, মো. ইকবাল, আশিকুল ইসলাম আকাশ, শরীফুল ইসলাম এবং আকিফুল ইসলাম আকিব। তারা সবাই উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
কর্ণফুলী থানার এক উপপরিদর্শক বলেন, আটককৃতরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি।
আটক যুবক জাহেদের বাবা মো. জাহাঙ্গীর আলম জানান, ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে—এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনও অপ্রাপ্তবয়স্ক। তারা কেউ রাজনীতিতে জড়িত না। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, আটক তরুণদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।