চট্টগ্রামে চার জনে ১ জনের করোনা শনাক্ত

Close-up as a woman drips buffer solution from a plastic vial onto the lateral flow test device for Covid-19.

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে প্রায় চার জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। মৃত্যুশূন্য দিনে ৪ হাজার নমুনা পরীক্ষায় ১১১৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ।

রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৭৯৪ জন এবং উপজেলার ৩২১ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ১৯ হাজার ১২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৮৬ হাজার ৮৭৯ জন এবং উপজেলার ৩২ হাজার ২৪৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় বি. আই. টি. আই. ডি. ল্যাবে ৭৯৩ জনের নমুনা পরীক্ষায় ২৪৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১১ জনের নমুনা পরীক্ষায় ১২১ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

এছাড়া, ৩৪৩ জনের এন্টিজেন পরীক্ষায় ১৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৮২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ১৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২শ’ জনের নমুনা পরীক্ষায় ২২ জন, ল্যাব এইডে ৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ৪৮১ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।