নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। এরমধ্যে নগরীতে পাঁচজন এবং উপজেলায় পাঁচজন । এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮২ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১ হাজার ৯০৭ জন।
মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১২ টি ল্যাবে ২ হাজার ৯৯৭ নমুনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২৯ দশমিক ৩২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৬২৬ জন এবং উপজেলায় ২৫৩ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৬৭ হাজার ৮৯৪ জন এবং উপজেলায় ২৪ হাজার ১৩ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১ হাজার ৯০৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে পাঁচজন এবং উপজেলায় পাঁচজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে নগরীরে ৬৩১ জন এবং উপজেলায় ৪৫১ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৮২ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৫৬ নমুনার মধ্যে ১৪১ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৪০ নমুনায় ১২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২৪ নমুনায় ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩ নমুনায় ১০৯ জন, এন্টিজেন টেস্টে ৫৩০ নমুনায় ১১৪ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৫৪ নমুনায় ৩৬ জন, শেভরণে ৩৮৩ নমুনায় ৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬২ নমুনায় ২২ জন, আরটিআরএল ল্যাবে ২৪ নমুনায় ১৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮২ নমুনায় ৬৯ জন, এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৫৯ নমুনায় ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে কোন নমুনায় করোনার অস্তিত্ব মেলেনি।