১০০৩ নমুনায় ১২৯ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক >
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। এরমধ্যে নগরের দুজন এবং উপজেলার একজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৩৮ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৫৮২ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৯ টি ল্যাবে এক হাজার ৩ নমুনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১২ দশমিক ৮৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ৪১ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪৩ হাজার ২৫৩ জন এবং উপজেলায় ১১ হাজার ৩২৯ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় নগরীতে দুজন এবং উপজেলায় একজনসহ করোনায় মারা গেছেন তিনজন। এ নিয়ে নগরীরে ৪৫৩ জন এবং উপজেলায় ১৮৫ জনসহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩৮ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৩৬০ নমুনার মধ্যে ২৪ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮৯ নমুনায় ৩১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৬৪ নমুনায় ৩৪ জন, ইমপেরিয়ালে ৫৫ নমুনায় ৯ জন, শেভরনে ১৫৮ নমুনায় ৯ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩১ নমুনায় ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৪ নমুনায় ৪ জন এবং আরটিআরএল ল্যাবে ১৯ নমুনায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যালে কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।