৭৪৬ নমুনায় ৭২ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক >
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২৭ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৩২ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত শনিবার চট্টগ্রামের ৭টি ল্যাবে ৭৪৬ নমুনায় আক্রান্ত হয়েছেন ৭২ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ৯ দশমিক ৬৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরে ৩৮ জন এবং উপজেলায় ৩৪ জন। এ নিয়ে নগরীতে ৪২ হাজার ৯১৩ জন এবং উপজেলায় ১১ হাজার ১১৯ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে উপজেলায় মারা গেছেন একজন। এ নিয়ে নগরে ৪৪৮ জন এবং উপজেলায় ১৭৯ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২৭ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৩২৮ নমুনার মধ্যে ১৫ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৮১ নমুনায় ১৪ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৪১ নমুনায় ২০ জন, শেভরণে ২২০ নমুনায় ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৩ নমুনায় ৬ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৯ নমুনায় ২ জন এবং আরটিআরএল ল্যাবে ৩৪ নমুনায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।