নতুন শনাক্ত ১৫৮, নতুন ২ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক >>
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪০ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৭৪০ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে এক হাজার ৪ নমুনায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৯২ জন এবং উপজেলায় ৬৬ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪৩ হাজার ৩৪৫ জন এবং উপজেলায় ১১ হাজার ৩৯৫ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘন্টায় করোনায় উপজেলায় মারা গেছেন দুইজন। এ নিয়ে নগরীরে ৪৫৩ জন এবং উপজেলায় ১৮৭ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৪০ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৩৬৮ নমুনার মধ্যে ৩৩ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬৭ নমুনায় ৬৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৪ নমুনায় ৩০ জন, শেভরণে ২০২ নমুনায় ১৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫ নমুনায় ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৬ নমুনায় ২ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১০ নমুনায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।


















































