চট্টগ্রাম-১০ আসনে জয়ী মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। গতকাল রোববার রাত সাড়ে আটটায় নগরের জিমনেশিয়াম মাঠের তথ্যকেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকতা মো. হাসানুজ্জামান।

এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীকে দীপক কুমার পালিত ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ছড়ি প্রতীকে রশীদ মিয়া ৫৭৯ ভোট, বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ৪৮০ ভোট, রকেট প্রতীকে অপর স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ৩৬৯ ভোট পেয়েছেন।
৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৭ হাজার ১৫৩ জন। তারমধ্যে অন্যসব প্রার্থীর ভোটের যোগফলের তুলনায় ৪৮ হাজার ৬৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ীর মালা পড়েছেন নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মহিউদ্দিন বাচ্চুর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। সেই হিসেবে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিজয়ী মহিউদ্দিন বাচ্চুর ব্যবধান ৫১ হাজার ৩৫১ ভোটের।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন ও নারী ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন। গত ২ জুন ডা. আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। রোববার (৩০ জুলাই) ১৫৬টি কেন্দ্রের ১২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। এজন্য ৪ হাজার ১০৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা এবং ২ হাজার ১১০টি ইভিএম প্রস্তুত রাখা হয়। ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে রাখা হয় আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে বসানো হয়েছে ১ হাজার ৪০৭টি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা।