চট্টগ্রাম পুলিশ কর্মকর্তাদের ছবি ও পরিচয়ে সক্রিয় প্রতারক চক্র

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলেছে সিএমপি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক আইডিতে উল্লেখ করা হয়, প্রতারকরা ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি বা অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে টাকা দাবি করছে। ভুয়া পরিচয়পত্র ও অফিসিয়াল ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

সিএমপি জানিয়েছে, এসব যোগাযোগ ভুয়া ও প্রতারণামূলক। কোনোভাবেই অপরিচিত নম্বর বা আইডির মাধ্যমে টাকা পাঠানো যাবে না। কেউ পুলিশ পরিচয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে তথ্য সংরক্ষণ করে নিকটস্থ থানায় বা সিএমপি কন্ট্রোল রুমে (01320-057998) জানাতে হবে। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা শাখাসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।