শারদীয় দুর্গোৎসব
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা দিক নির্দেশনা এবং দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজনের লক্ষ্যে চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের আওতাধীন আঞ্চলিক পূজা কমিটির সাথে এক মতবিনিময় সভা শুক্রবার ফুলতলা এলাকার রাজমঙ্গল স্বপন ভবনের দ্বিতীয় তলায় বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি লিটন দাশ (ইপ্তি)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ (বাপ্পী)’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিব মন্দির পূজা উদযাপন পরিষদের পক্ষে রঞ্জন দাশগুপ্ত, মক্কি কলোনি পূজা উদযাপন পরিষদের সুমন দে, নরসিংহ আখেড়া মন্দিরের উজ্জ্বল ভট্টাচার্য্য, এন জে ক্লাবের লিটন চক্রবর্তী, শিশু-কিশোর পূজা উদযাপন পরিষদের বাবলু দেব, পদ্মা-কিশোর পূজা উদযাপন পরিষদের লিটন দাশ ইমন, রাধা গোবিন্দ মন্দিরের স্বপন দাশ, পশুশালা পূজা উদযাপন পরিষদের নিলয় দেব, মেহেদীবাগ সরকারি কলোনি পূজা উদযাপন পরিষদের দেবিকা সাহা, রবিদাশ কলোনি পূজা উদযাপন পরিষদের রবি দাশ প্রমুখ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা হারাধন মিত্র, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রুমন ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দেবজ্যোতি চক্রবর্তী দেবু, সাংগঠনিক সম্পাদক রিপন সিং, মহিলা সম্পাদিকা দেবিকা সাহাসহ পরিষদের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর পূজা উদযাপন পরিষদের দিক নির্দেশনা মেনে পূজা আয়োজনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি