চট্টগ্রাম মহানগর গ্যাস পাইপ লাইন নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তসলিম উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, শুলককহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বশর, ষোলশহর স্টেশন মাস্টার জাফর আলম মজুমদার, ডবলমুরিং শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফাতাউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিনের সঞ্চলনায় সভায় উপস্থিতি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মূসা, হাসানুর রহমান, সাইফুল মান্নান শিমুল, উৎপল দাশ, শহিদুল আলম টিপু, মো. সবুজ মিয়া, মো. ইউসুফ, কবির আহমদ, আব্দুল কুদ্দুস, মো. ইমন হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ষোলশহর স্টেশন মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. আলাউদ্দিন।
প্রধান অতিথি বলেন, শ্রমিকদের রক্তঘামে গড়ে উঠে তিলোত্তমা নগরী। মানুষের স্বপ্নের নীড়টাও গড়েছেন এই শ্রমিকরাই। তাই শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। বিজ্ঞপ্তি
মহানগর