সুপ্রভাত ডেস্ক »
সমাজ জটিল, মানব মনস্তত্ত্ব আরও জটিল। এই সমাজেই কেউ কেউ আছেন, যারা গোলাপের মতই সুবাস ছড়ান, কিন্তু মানবীয় সম্পর্ক আর মনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বেঁচে থাকেন ‘কাঠগোলাপ’ হয়ে। সেই সব মানুষের কথা এবার সিনেমায় বলবেন নির্মাতা সাজ্জাদ খান।
গত ১৬ অক্টোবর থেকে চলছে ‘কাঠগোলাপ’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। অপূর্ণ রুবেলের গল্পে এ সিনেমার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু, দিলরুবা হোসাইন দোয়েল, একে আজাদ সেতু, মেঘলা মিজান মুক্তা, কেয়া, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব।
‘সাহস’ বানিয়ে আলোচনায় আসা সাজ্জাদ খানের দ্বিতীয় সিনেমা এটি। তিনি বলেন, ‘সিনেমার গল্পটা এমন এক সমস্যা ঘিরে আবর্ত হয়েছে, যেটা আমরা সবসময় দেখি, আমাদের আশেপাশেই থাকে; কিন্তু তাদের সমস্যার কথাটা কাউকে বলে না। একদিন এমন একটা ঘটনা আমি জানতে পারি। তখনই মনে হয়েছে বিষয়টা উঠে আসা দরকার। সেই থেকে গল্প নিয়ে ভাবা। আমার মনে হয় সিনেমাটা মুক্তির পর দর্শক বুঝতে পারবেন কোন সমস্যাটা আমরা তুলে ধরছি।’