গুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুরো গুলবাগ এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উত্তর আগ্রাবাদ বেপারীপাড়া গুলবাগ সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে সংগঠনের সভানেত্রী কামরুন নাহার বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন।
উদ্বোধক ছিলেন চসিক ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক।
বিশেষ অতিথি ছিলেন চসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহিদা বেগম পপি। প্রধান বক্তা ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. হাশেম, সহ সভাপতি মো. হাসনাইন, সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবুল, আনছারুল হাছনাইন ওয়াসিফ, মো. হারুন, মো. শাহজাহান, মো. আশরাফ উদ্দীন মাহমুদ, মো. শাহ আলম, সিকদার আহম্মদ, মো. মোর্শেদুল আলম, তানজীম ইবনে রফিক।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাংসহ অপরাধমুক্ত সমাজ গড়তে পুরো গুলবাগ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো অপরাধী এলাকায় অপকর্ম করে যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য এলাকাবাসীকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আশা করি এই মহতী কাজে সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
মহানগর