সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আগের রাতে তিনি হঠাৎই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাত সকালে শেরে বাংলায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ম্যাচেই গ্লাভস হাতে উইকেটের পেছনে মুশফিকুর রহিম। দেশবরেণ্য এ ক্রিকেটার লাল-সবুজ জার্সি গায়ে আর ওয়ানডে খেলবেন না। ফলে জাতীয় দলের হয়ে মাঠ থেকে এই ফরম্যাটে বিদায় নেওয়ার সুযোগ নেই মুশফিকের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও ঘরোয়া লিগে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক। বৃহস্পতিবার শেরে বাংলায় রুপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে খেলা শুরুর আগে মুশফিককে এমন সম্মান প্রদর্শন করেন মোহামেডানের সতীর্থ ক্রিকেটাররা। হোম অব ক্রিকেটে মোহামেডান ড্রেসিংরুমের সামনে ২ সাড়িতে বিভক্ত হয়ে হয়ে দাঁড়ান মোহামেডান ক্রিকেটাররা। যেহেতু মোহামেডান প্রথম ফিল্ডিং করেছে। তাই প্যাড ও গ্লাভস পড়ে সতীর্থ ক্রিকেটারদের দেওয়া স্ট্যান্ডিং এভিয়েশনের মধ্য দিয়ে নামেন মাঠে মুশফিক। মাঠে নেমে মুশফিক পুরো ৫০ ওভার কিপিং করে দুটি স্টাম্পিং আর একটি ক্যাচও ধরেছেন।