চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে অনুষদ ভিত্তিক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত কর্মশালা শেষ হয়েছে ১৬ নভেম্বর।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. মো. আফতাব উদ্দীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র সাবেক অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ।
প্রশিক্ষণ প্রদান করেন চবি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুর রহমান এবং ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আকতার হোসেন।
উপাচার্য বলেন, ‘আমাদের তরুণ শিক্ষকবৃন্দ যত বেশি জ্ঞান-গবেষণায় ব্রতী হবেন তাঁদের জ্ঞান ভান্ডার তত বেশি সমৃদ্ধ হবে’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাংকিং এ উচ্চ আসনে অধিষ্ঠিত করতে হলে আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জ্ঞান অন্বেষণ ও গবেষণা পরিচালনার কোন বিকল্প নেই।
কর্মশালায় চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী, ড. মোহাম্মদ ওমর ফারুক,কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
ক্যাম্পাস