স্মরণসভায় বক্তারা
গীতিকার, শিল্পী আবদুল গফুর হালি’র স্মরণসভায় বক্তারা বলেছেন, বিশ্বের দরবারে চট্টগ্রামের আঞ্চলিক গানকে সমাদৃত করেছেন শিল্পী গফুর হালি।
বক্তারা বলেন, চট্টগ্রামের শিল্প ও সংস্কৃতির প্রতি তাঁর বেশ দরদ ছিল। জীবিত থাকাকালে তিনি চট্টগ্রামের গানকে গবেষণার মাধ্যমে জাতীয়ভাবে পরিচিত করাতে সক্ষম হন। বক্তারা আরো বলেন চট্টগ্রাম আঞ্চলিক গানের সাথে আবদুল গফুর হালির নামটি স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা শিল্পী আবদুল গফুর হালির রচিত গানগুলো সরকারিভাবে সংরক্ষণসহ এই মহান ব্যক্তিকে মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার দাবি জানান।
২৭ ডিসেম্বর চেরাগী পাহাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন এস.এ. রহিম।
প্রধান বক্তা ছিলেন গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, প্রনবরাজ বড়–য়া, মহিউদ্দিন আহমেদ, রিমন মুহুরী, মো. তিতাস, মো. শাহেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাহাদুর আলম, দীলিপ হোড়, অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি