খোরশেদ আলম সুজন
সিনিয়র সভাপতি, মহানগর আওয়ামী লীগ
সিআরবিতে হাসপাতাল নির্মাণের ঘোষণার পর সবার আগে মাথায় পাতা দিয়ে আন্দোলনে নেমেছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি মাটির হাঁড়ি নিয়ে সিআরবির শতবর্ষী গাছে বেধে দিয়েছেন। যাতে পাখিগুলো বাসা বাঁধতে পারে। এছাড়া লোকজ গানেরও আয়োজন করেছিলেন তিনি ।
নিজ দলের সরকার ক্ষমতায় থাকার পরও সেই সরকারের প্রকল্পের বিরুদ্ধে প্রচারণায় কেন নেমেছিলেন? এমন প্রশ্নের জবাবে খোরশেদ আলম সুজন বলেন, ‘গণমুখী বিষয় নিয়ে কথা বললে অবশ্যই সফলতা আসবে। সরকারি প্রকল্প হলেও চট্টগ্রামের একমাত্র গাছগাছালি বেষ্টিত এলাকাটি রক্ষা করা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল। এজন্যই আমরা তা রক্ষায় মাঠে নেমেছি।’
তিনি আরও বলেন, এ আন্দোলনের সফলতা আসায় এখন চট্টগ্রামের ভূ-প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এখন মানুষ এগিয়ে আসার সাহস পাবে। আর এ সাহস থেকেই গড়ে উঠবে আন্দোলন।