বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে সরকার পতনের এক দফা আন্দোলনের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ কিংবা নির্বাচন কমিশনের কোন সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে না। বিএনপির চলমান গণআন্দোলন খুব শীঘ্রই সরকার পতনের এক দফার আন্দোলনে পরিণত হবে’।
গতকাল বিকাল ৪টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, সাধারণ মানুষের কোন আর্থিক স্বচ্ছলতা নেই। এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে আন্দোলনে শরীক হতে হবে।
বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর হেলাল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, অ্যাডভোকেট আবদুস সাত্তার, নাজিম উদ্দিন চৌধুরী, এম.এ সবুর, এস.কে খোদা তোতন, কাজী বেলাল, নামিজুর রহমান, আব্দুল মান্নান, আহমেদুল আলম রাসেল, শ্রমিক দল নেতা মিয়া মিজানুর রহমান, আবদুল বাতেন, শ.ম. জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান, নজরুল ইসলাম, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, চলমান গণআন্দোলন জোরদার করে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। বিজ্ঞপ্তি