রফিকুল ইসলাম সুফিয়ান »
স্কুল ছুটি তাই কী যে মজা, হুররে!
ইচ্ছেমতো ঘুররে।
ওই দেখা যায় পুকুরভরা ব্যাঙ্-
লাফাচ্ছে আর ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ্।
আয় মারি ঢিল, দারুণ হবে!
জমবে মজার খেলা,
কাটবে সময়, বেলা।
অমনি সবাই ঢিল ছোড়ে
আনন্দে ঢিল, কিল ছোড়ে
হল্লা করে নাচে ছেলের দল,
কেউ ভাবেনি খেলার ফলাফল।
বিপদ দেখে ব্যাঙগুলো তাই ভাবে-
শুকনো পুকুর, অল্পপানি
কোথায় যে পাালাবে!
অনেক ভেবে প্রবীণ ব্যাঙ এক দাঁড়ায়,
করজোড়ে হাত দুটো তার বাড়ায়;
মিষ্টিসোনা খোকারা সব শোনো—
আমরা কি কেউ দোষ করেছি কোনো?
ঢিল ছুঁড়ে ক্যান্ করছো আঘাত
ফাটছে মাথা, ভাঙছে পা-হাত!
রক্তে ভেসে যাচ্ছে কারো দেহ,
যাচ্ছি মারা কেহ!
ব্যাঙের কথায় হেসে
ছেলেরা সব একটু কাছে এসে,
বললো, শোনো, বুড়ো-
হচ্ছো বুঝি ব্যাঙ-ব্যাঙাচির খুড়ো?
ঢিল ছুঁড়ে সব করছি খেলা
অন্য কিছু নয়,
পাচ্ছো কেনো ভয়!
বাঁচতে হলে চাই প্রতিবাদ চাই,
বললো বুড়ো তাই—
তোমরা যাকে বলছো খেলা
আমরা মরি তাতে,
বন্ধ করো এমন খেলা
জোড় করি দুই হাতে।
ছেলেরা সব ভাবলো নিজে
ভাবলো কী যে !
বললো কোমলস্বরে-
ক্ষমা করে দাও আমাদের
যাচ্ছি চলে ঘরে।
আর হবে না এমনতরো ভুল
বিন্দু-খানিক চুল।
বন্ধুরা সব ভালো থেকো, বাই,
আর কোনো ভয় নাই।
ঘ্যাঙর ঘ্যাঙর গাইলো এবং
নাচলো ব্যাঙের দল,
বইলো খুশির ঢল।