খাতুনগঞ্জ থেকে ভোজ্যতেল উধাও!

তেলের সন্ধানে জেলা প্রশাসক ও মেয়র

নিজস্ব প্রতিবেদক »

গত এক মাস ধরে নগরীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেল উধাও। তাই এবার তেলের সন্ধানে মাঠে নামেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চসিক মেয়র। কিন্তু বাজারে তেলের সন্ধান না পেয়ে তারাও অবাক।
গতকাল সোমবার দুপুরে দেশের অন্যতম ভোগ্যপণ্যের আড়ত খাতুনগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
মেয়রের অভিযোগ, ব্যবসায়ীরা তেল সরিয়ে রেখেছে এবং দাম বাড়ানোর জন্য তেল বাজার থেকে উধাও করে রেখেছে।
এ সময় মেয়র সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষ বেশ কয়েকদিন ধরেই অভিযোগ করছিল, বোতলজাত ভোজ্যতেল বাজার থেকে উধাও হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হয়েছে প্রায় ১৮০ টাকা, ২০০ টাকার উপরে । সে কারণে আজ আমরা এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বোতলজাত তেল মোটেও পাওয়া যাচ্ছে না।
মেয়র আরও বলেন, আমরা মনে করি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে হবে এবং ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তেল সরবরাহ নিশ্চিত করে দাম কমিয়ে আনতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নে শাহাদাত বলেন, আমাদের দেশ একমাত্র দেশ যেখানে ব্যবসায়ীরা চায় রাতারাতি ধনী হয়ে যেতে। আমরা আগামীকাল তাদের সঙ্গে বসব। আমরা আজ পরিদর্শনে এসেছি যাতে তাদের কথাগুলো বলতে পারি। সরেজমিনে এসে কিন্তু আমরা কোথাও তেল পাইনি।
তিনি বলেন, আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে। কোথায় সরিয়ে রেখেছে তার তথ্য কিন্তু ইন্টেলিজেন্স আমাদের দিচ্ছে। এটা না যে, আমরা জানি না। স্পষ্টভাবে তাদের বলতে চাই, এগুলো আমরা জানি কোথায় তেল তারা রেখেছে। এবং সেটা যদি প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইন আইনের গতিতে চলবে।
উৎপাদক পর্যায়ে অভিযান না করে সুফল পাওয়া যাবে কি না? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা তেলের ব্যবসায়ীদের সঙ্গে আগামীকাল বসব। বসার পরও যদি দেখি বাজারে তেল সহনীয় পর্যায়ে নেই তাহলে আমরা অ্যাকশনে যাব। মধ্যসত্ত্বভোগীরা যাতে বাজারে তেল সংকট বলতে না পারে। সেজন্য সিটি করপোরেশনের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালাব। আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সকল পণ্যসামগ্রী রাখতে চাই।
এদিকে দুপুরে খাতুনগঞ্জের তেল ব্যবসায়ীদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, কর্পোরেট কোম্পানিগুলো তাদেরকে বোতলজাত সয়াবিন তেল দিচ্ছে না। তারা আগের মজুদকৃত খোলা তেল বাজারে বিক্রি করছে। তেলের সন্ধান পেতে হলে প্রশাসনকে কর্পোরেট কোম্পানিগুলোকে তদারকি করা প্রয়োজন।