”মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে শতাধিক ফলজ, বনজ, ঔষধি গাছ রোপণ করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
আজ ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. মুজিবুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ ও সহ-সভাপতি মনিরুল ইসলাম।
এ সময় কলেজ অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরী বলেন, মুজিব বর্ষে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্রলীগের একটি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। সারাবিশ্বে যে পরিবেশ বিপর্যয় ঘটছে সেই বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশকে ভালবাসতে হলে যে প্রকৃতিকে ভালোবাসতে হয়। যেকোন দুর্যোগ চলাকালীন সময়েও ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশপ্রেম এবং প্রকৃতিপ্রেমের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কাইছার, অনিক চৌধুরী সোহেল, রিফাত রহমান, জিয়াউদ্দীন আরমান, মুবিনুল ইসলাম, আরাফাত হোসেন, সাইফুল ইসলাম রাজ, ওয়াহিদুর রহমান সুজন, জিবরান ইসলাম রুমি, অর্ণব দেব, সাফায়েত হোসেন রাজু, জামশেদ উদ্দীন, রিয়াজুল ইসলাম শান্ত, নাজমুছ ছাকিব, তোরাব আহমেদ, গোবিন্দ দত্ত, আকবর খান, তৌহিদুল করিম ইমন, মোহাম্মদ আনসার, শেখ সিয়াম, মেহেরাজ সিদ্দিক পাভেল, ইরফানুল আলম, শুভ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর