করোনায় মৃত্যুবরণকারীদের বহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলো কোয়ান্টাম ফাউন্ডেশন।
আজ ২৭ জুন (শনিবার) কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের আয়োজনে করোনা শহীদদের শেষ বিদায়ে ব্যবহারের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ মুসলিম। কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উপদেষ্টা সমন্বয় মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন।
আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এসএম সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ ফিরোজ। বিজ্ঞপ্তি
মহানগর