সুপ্রভাত ডেস্ক <<
কোভিড-১৯ পরবর্তী শারীরিক জটিলতায় মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবুদ্দিন মারা গেছেন।
গতকাল শুক্রবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বলে তার জামাতা এলবিয়ন গ্রুপের মালিক রইসুল উদ্দিন সৈকত জানান। খবর বিডিনিউজের।
৬৮ বছর বয়সী সাহাবুদ্দিন স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
২৭ মার্চ কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর সাহাবুদ্দিন আইসিইউতে ছিলেন। ১৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তা নেগেটিভ আসার পর তাকে বাসায় নেওয়া হয়।
রইসুল বলেন, ‘শুক্রবার সকালে শারীরিক অবস্থা হঠাৎ খারাপের দিকে যায়। আবারও হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।’
সাহাবুদ্দিনকে মিরসরাই উপজেলার মলিয়াইশ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শোক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাবুদ্দিন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করে মোশাররফ হোসেন বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন গর্বিত সন্তানকে হারালো। তিনি বলেন, সাহাবুদ্দিন শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি মরহুম সাহাবুদ্দিন আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
এ মুহূর্তের সংবাদ