সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
১৯৮৬-৮৭ শেষবার কোপা দেল রে জিতেই মেজর কোনও ট্রফির স্বাদ পেয়েছিল তারা। প্রায় সাড়ে তিন দশক অপেক্ষার পর ফের কোপা দেল রে চ্যাম্পিয়ন হল রিয়াল সোসিয়েদাদ। অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে ৩৪ বছর বাদে মেজর কোনও ট্রফি জিতল স্প্যানিশ ক্লাবটি। ফাইনালে অধিনায়ক মিকেল ওয়ারজাবালের করা একমাত্র গোলে শিরোপা জয় রিয়াল সোসিয়েদাদের।
উল্লেখ্য, করোনার জেরে টুর্নামেন্টের ২০২০ সংস্করণের ফাইনালটি পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হয় রবিবার। সেভিয়ায় দর্শকশূন্য পরিমন্ডলে অনুষ্ঠিত মেগা ফাইনালে এদিন শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে সোসিয়েদাদ। বল পজেশন নিজেদের দখলে রেখে আধিপত্য নির্ভর ফুটবল খেলে দু’বারের লা লিগা জয়ী ক্লাবটি। উলটোদিকে অ্যাথলেটিক বিলবাও মূলত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেললেও সেই অর্থে সোসিয়েদাদ রক্ষণকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি। যদিও প্রথমার্ধে প্রতিপক্ষ রক্ষণের ডেডলক ভেঙে গোল তুলে নিতে পারেনি সোসিয়েদাদও।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ফাইনাল জয়ের মরিয়া প্রচেষ্টা দেখায় দু’দলই। তবে কাজের কাজটি করে যায় সোসিয়েদাদ। অ্যাথলেটিক ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ বক্সের মধ্যে বিপক্ষ স্ট্রাইকার পোর্তুকে অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। ৬৩ মিনিটে স্পটকিক থেকে নিশানায় স্থির থাকেন দলের অধিনায়ক মিকেল ওয়ারজাবাল। প্রাথমিকভাবে তার কৃতকর্মের জন্য মার্টিনেজকে রেফারি লাল কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্য নিয়ে লাল কার্ড বদলে যায় হলুদে।
যদিও ম্যাচের ভাগ্য বদলাতে ব্যর্থ হয় অ্যাথলেটিক বিলবাও। এই নিয়ে শেষ পাঁচ বার কোপা দেল রে’র ফাইনালে উঠে একবারও ট্রফি জিততে ব্যর্থ বিলবাও। যদিও তাদের কাছে খুব শীঘ্রই কোপা দেল রে জয়ের আরও একটি সুযোগ থাকছে। চলতি মরশুমের কোপা দেল রে প্রতিযোগীতার ফাইনালেও যোগ্যতা অর্জন করেছে বিলবাও। আগামী ১৭ এপ্রিল ২০২১ সংস্করণের ফাইনালে বিলবাও’য়ের প্রতিপক্ষ বার্সেলোনা।
ম্যাচ জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সোসিয়েদাদ অধিনায়ক মিকেল জানান, ‘এটা আমার কাছে একটা দুর্দান্ত দিন। অনেক কিছু ভিড় করে আসছে মনে। তবে খেতাব জিতে আমরা সমর্থকদের উপহার দিতে চেয়েছিলাম। যেটা সত্যি হওয়ায় ভালোলাগছে।’
খেলা