নিজস্ব প্রতিবেদক »
আমদানি নিষিদ্ধ পোল্ট্রি ফিড মাটিতে পুঁতে ধ্বংস করে চট্টগ্রাম কাস্টমস। কিন্তু মাসখানেক পর রাতের আঁধারে মাটি খুঁড়ে পোল্ট্রি পণ্যগুলো বের করে আনছিলো একটি চক্র। তাদের উদ্দেশ্য ছিলো পণ্যগুলো বাজারে বিক্রি করা। বিষয়টি টের পেয়ে অভিযান চালায় কাস্টমস। কাউকে আটক করতে না পারলেও জব্দ করে পোল্ট্রি ফিডসহ দশটি ট্রাক। এরপর থেকে বিষয়টি নিয়ে সজাগ রয়েছে আইনশৃংখলা বাহিনী। কিন্তু চক্রটি এ ঘটনার প্রায় চার মাস পর ফের মাটি চাপা দেয়া নষ্ট ভূষি সদৃশ্য পণ্য তুলে নিতে গেলে একটি পিক-আপসহ ৫ জনকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নজরুল ইসলাম লিটন (২৬), সুজন কান্তি দে (৩৫), মো. গিয়াস উদ্দিন (৩৪), মো. ইউসুফ (৩৫) ও আশরাফ ইসলাম রনি (৩০)।
গতকাল মঙ্গলবার সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা।
তিনি বলেন, আনন্দ বাজার বেড়িবাঁধ সংলগ্ন সিটি করপোরেশন ডাম্পিং ইয়ার্ডে মক্কা-মদিনা-২ ডিপোর ভেতরে মাটি চাপা দেয়া নষ্ট ভূষি সদৃশ পণ্য মাটি খুঁড়ে বের করে পিকআপ গাড়ির মাধ্যমে পরিবহনের চেষ্টাকালে সোমবার (১০ এপ্রিল) আনুমানিক সকাল ১১টায় আমরা ৫ জনকে গ্রেফতার করি।
এ সময় নগদ ২ লাখ টাকাসহ পিকআপটিও জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।