সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
কাতারে অনুষ্ঠিত হবে ২০২২ ফুটবল বিশ্বকাপ। তবে শুরু থেকেই এ বিশ্বকাপ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। এবার উঠেছে কাতার বিশ্বকাপ বয়কটের দাবি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে গত ১০ বছরে কাতারে প্রায় সাড়ে ৬ হাজার শ্রমিক মারা গিয়েছে। দেশটি প্রবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে কাতার বিশ্বকাপ বয়কটের দাবি তুলেছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টনি বলেন, ‘যে দেশে সমকামিতাকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হয়, সেই দেশেই শ্রমিকদের সঙ্গে এমন হিংস্র আচরণ করা হয়। কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়ার সিদ্ধান্ত ভালো হয়নি। প্রবাসী শ্রমিকেরা (কাতার) ৫০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করেন, কোনো বিশ্রাম পান না।’
আরেক জার্মান ফুটবলার জশুয়া কিমিচ বলেন, ‘১০ বছর দেরি করে আমরা বিশ্বকাপ বয়কটের দাবি তুলছি। কিন্তু এখন মনে হচ্ছে অন্তত কয়েক বছর আগে বয়কটের দাবি তোলা উচিত ছিল।’
কাতারের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়া নিয়ে এমনিতেই নানা বিতর্ক রয়েছে। দেশটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব বৈধ উপায়ে পায়নি বলে এরই মধ্যে পাওয়া গেছে প্রমাণও। তবে সব সমালোচনা সামলে সেরা একটি আসর উপহার দিতে বদ্ধপরিকর কাতার। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা