ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাবের সভা
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির মাসিক সভায় লায়ন্স জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচারীয়া বলেছেন, বিশ্বব্যপী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও লায়ন সদস্যরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। করোনার এখন দ্বিতীয় ঢেউ, সতর্ক থেকেই লায়ন সদস্যদের মানবতার সেবায় এগিয়ে যেতে হবে। তিনি ক্লাবের মাসিক সভা, প্রতিবন্ধী নারীর মাঝে হুইল চেয়ার বিতরণ, শীতার্তদের জন্য কম্বল বিতরণ ও আগুনে দগ্ধ এক নারীকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক প্রদান করেন।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, ক্লাবের গাইডিং লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, জোন চেয়ারম্যান লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া।
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কাশেম শাহ’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন জাফরুল্লাহ চৌধুরী, সিএলএফ সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন শাহতাব উদ্দিন রিকো প্রমুখ। বিজ্ঞপ্তি