সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ
করোনাকালে শিক্ষাজীবনের অনিশ্চয়তা দূর করতে সকল শিক্ষার্থীর জন্য ভ্যাকসিন নিশ্চিত, অনলাইন ক্লাস-পরীক্ষার জন্য পর্যাপ্ত আয়োজন এবং বেতন-ফি মওকুফ করে নিরাপদ শিক্ষা জীবন নিশ্চিত করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। গতকাল সকাল ১১টায় নগরীর নিউমার্কেট মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, নগর শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন।
সমাবেশ পরিচালনা করেন প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক প্রীতম বড়ুয়া। সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ১৭ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকেই শিক্ষাব্যবস্থা এক চরম হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় দেশের ৫ কোটি শিক্ষার্থীর প্রায় অর্ধেকের শিক্ষাজীবন আজ বিপর্যস্ত ও অনিশ্চিত অবস্থায় পড়েছে। একদিকে পরিবারগুলোর আয় কমেছে, অন্যদিকে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতির ফলে পরিবারগুলোর স্বাভাবিক ভরণপোষণ চালানোই আজ চরম সংকটের মধ্যে পড়েছে। সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা, অনলাইন ক্লাস-পরীক্ষার জন্য বিনামূল্যে ডিভাইস ও ইন্টারনেট সেবা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করে করোনাকালের বেতন-ফি ও মেস ভাড়া মওকুফ করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি