সুপ্রভাত ডেস্ক :
সারাদেশে কভিড ডেডিকেটেড হাসপাতালের মোট শয্যা সংখ্যা ও খালি শয্যা সংখ্যার তথ্য নিয়মিত প্রকাশের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আজ বৃহস্পতিবার ( ৯ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে দেয়া এ নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৩তম সভার সুপারিশের ভিত্তিতে সারাদেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের খালি শয্যা সংখ্যার উপযোগিতা বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে বরাদ্দ ও খালি শয্যা সংখ্যার তথ্য প্রকাশ করা একান্ত প্রয়োজন।
তাই স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রতিদিন হাসপাতালগুলোকে বরাদ্দ ও খালি শয্যার তথ্য প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।